প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত ৪টার দিকে টেকনাফ সদরের রিজভী খালে এ ঘটনা ঘটে। এ সময় ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার হয়ে একটি ইয়াবার বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের একটি বিশেষ দল নৌকায় করে বিভক্ত হয়ে কৌশলে কেওড়া বাগানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে ৩ জন আরোহী নিয়ে একটি নৌকা মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এমন সময় বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে চোরাকারবারিরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।
ফয়সল হাসান খান আরও বলেন, গোলাগুলির সময় এক মাদককারবারী গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। একই সঙ্গে অপর দুজন লাফ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
সরকারি কাজে বাধা দেওয়া ও মাদক পাচারের দায়ে অজ্ঞাত দোষীদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত ৪টার দিকে টেকনাফ সদরের রিজভী খালে এ ঘটনা ঘটে। এ সময় ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার হয়ে একটি ইয়াবার বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের একটি বিশেষ দল নৌকায় করে বিভক্ত হয়ে কৌশলে কেওড়া বাগানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে ৩ জন আরোহী নিয়ে একটি নৌকা মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এমন সময় বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে চোরাকারবারিরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।
ফয়সল হাসান খান আরও বলেন, গোলাগুলির সময় এক মাদককারবারী গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। একই সঙ্গে অপর দুজন লাফ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
সরকারি কাজে বাধা দেওয়া ও মাদক পাচারের দায়ে অজ্ঞাত দোষীদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে এক যুবকের বিরুদ্ধে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে ফোন করে শ্বশুরকে ঘটনাটি জানিয়েছেনও তিনি। আজ বৃহস্পতিবার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে শ্বশুরকে ফোন করার পরই পালিয়ে যান অভিযুক্ত যুবক।
৬ মিনিট আগেদিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।
২৩ মিনিট আগেইলিয়াস উদ্দিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে
২৩ মিনিট আগে