Ajker Patrika

চট্টগ্রামের অর্ধ শতাধিক গ্রামে প্রথম রোজা শনিবার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ অর্ধশতাধিক গ্রামে আগামীকাল শনিবার থেকেই রোজা শুরু হচ্ছে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দিবাগত রাতের শেষ প্রহরে সেহ্‌রি খাবেন।

এ দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এভাবে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। 

দরবার সূত্রে জানা যায়, মির্জাখীল দরবার শরিফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) প্রদর্শিত পথে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের লক্ষাধিক অনুসারী শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে শেষ প্রহরে সেহ্‌রি খেয়ে শনিবার প্রথম রোজা রাখবেন।

এ ছাড়া বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত, পাকিস্তান, মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল দরবার শরিফের অনুসারী রয়েছেন তাঁরাও শনিবার থেকে রোজা রাখবেন।

মির্জাখীল দরবার শরিফের অনুসারী চন্দনাইশ জাহাঁগারিয়া দরবার শরিফের মৌলানা আবদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর পেয়ে শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে ভোর রাতে সেহ্‌রি খাব। আমাদের রোজা শুরু হচ্ছে শনিবার থেকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত