Ajker Patrika

বিআইটিআইডি হাসপাতালে খালি নেই শয্যা

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
বিআইটিআইডি হাসপাতালে খালি নেই শয্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে করোনার সাধারণ ও আইসিইউ শয্যা খালি নেই। শয্যা খালি না থাকায় শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা বেশ কয়েকজন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক মো. বখতেয়ার আলম। 

বিআইটিআইডির উপপরিচালক মো. বখতিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালটিতে কোন শয্যাই খালি নেই। হাসপাতালের ৪৫টি সাধারণ শয্যার পাশাপাশি আইসিইউর ৫টি শয্যার রোগী ভর্তি রয়েছে। গত কয়েক দিন আইসইউয়ের সকল শয্যার রোগী ভর্তি থাকলেও সাধারণ শয্যার বেশ কয়েকটি ফাঁকা ছিল। কিন্তু শুক্রবার বিকেল থেকে তাও রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। এতে শয্যা না থাকায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা বেশ কিছু রোগীকে ভর্তি করানো সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, করোনায় উপজেলাজুড়ে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধিতে উদাসীন অধিকাংশ মানুষ। এ ছাড়া কম বয়সীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করায় করোনায় আক্রান্ত হচ্ছেন। তাঁদের কারণে পরিবারের বয়োজ্যেষ্ঠরা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। উপজেলাজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সব বয়সী মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান তিনি। তা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত