নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে রিমান্ডে নেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অনুমতি দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হওয়া হিযবুতের এই দুই সদস্যকে বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তার দুজনের মধ্যে সাব্বিরুল হাসান নামের একজনকে দুদিন এবং মারুফ হাসান নামে অপরজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ৮ ও ১০ মার্চ ডিবি হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে। ডিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা তদন্তও করছে ডিবি।
ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে হিযবুত তাহরীরের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে রিমান্ডে নেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অনুমতি দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হওয়া হিযবুতের এই দুই সদস্যকে বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তার দুজনের মধ্যে সাব্বিরুল হাসান নামের একজনকে দুদিন এবং মারুফ হাসান নামে অপরজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ৮ ও ১০ মার্চ ডিবি হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে। ডিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা তদন্তও করছে ডিবি।
ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে হিযবুত তাহরীরের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত।
রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
২ মিনিট আগেচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মীর সরদার হোসেন নামের এক ব্যক্তি খুনের ঘটনার ২৫ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টা নাগাদ উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি দল।
২৬ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলায় ছিনতাইয়ের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেন।
২৮ মিনিট আগে২০২১ সালের ৭ এপ্রিল জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্রশীল ও তাঁর ভাই তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যা করা হয়। পরে মাথা বিচ্ছিন্ন করে আসলামপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত বাগানে পেট্রল দিয়ে মরদেহ পুড়িয়ে গুমের চেষ্টা করেন আসামিরা। ঘটনার এক দিন পর পুলিশ ওই ইউনিয়নের সুন্দরীর খালসংলগ্ন বাগান থেকে মাথা
৩৪ মিনিট আগে