Ajker Patrika

চট্টগ্রামে হিযবুত তাহ্‌রীরের ২ সদস্য রিমান্ডে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যকে রিমান্ডে নেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অনুমতি দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হওয়া হিযবুতের এই দুই সদস্যকে বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তার দুজনের মধ্যে সাব্বিরুল হাসান নামের একজনকে দুদিন এবং মারুফ হাসান নামে অপরজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ৮ ও ১০ মার্চ ডিবি হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে। ডিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা তদন্তও করছে ডিবি।

ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে হিযবুত তাহরীরের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত