Ajker Patrika

চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুদামের ভেতর থেকে ধোঁয়া উঠছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। টেরিবাজার ও আশপাশের এলাকায় ছোট-বড় অন্তত তিন হাজার দোকান রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরও আগুনে কোটি টাকার মতো ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত