Ajker Patrika

রাঙামাটির রাজস্থলীতে কবরস্থান ও মসজিদের জমি দখলের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে কবরস্থান ও মসজিদের জমি দখলের অভিযোগ

রাঙামাটির রাজস্থলীতে দুই ভাইয়ের বিরুদ্ধে কবরস্থান ও মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় কয়েকজন বাসিন্দা। আজ রোববার সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার বাঙালহালিয়া এলাকার বাসিন্দা দুই ভাই আব্দুর রাজ্জাক ও রিয়াজ উদ্দিন রানার কাজই হলো সাধারণ মানুষের জমি জবরদখল করা। তাঁদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। এমন অবস্থায় শফিপুরের মুসল্লিদের কবরস্থান, মসজিদের জায়গাও রক্ষা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এমনকি আদালত গ্রামবাসীর পক্ষে রায় দিলেও দুই ভাই তা অমান্য করে চলছেন। রিয়াজ উদ্দিন রানা যুবলীগের রাজনীতি করেন। তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। 

এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, আউয়াল হোসেন, জাহিদুল ইসলাম, মো. তালিব, আবদুস সামাদ কাজী, মো. মাকসুদুর রহমান, মো. মোকলেছুর রহমান, মো. আজিজুল, মো. মোশারফ হোসেন খান, আব্দুল জব্বার প্রমুখ। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াজ উদ্দিন রানা বলেন, ‘আমি বাঙাল হালিয়া যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। পাশাপাশি আমি সাংবাদিক। আমার প্রথম পরিচয় সাংবাদিক। আমি রূপান্তর বাংলায় কাজ করি। আমি সত্যের পক্ষে লেখালেখি করি বলে বিএনপি-জামায়াত চক্র আমার বিরুদ্ধে লেগেছে।’ 

রিয়াজ উদ্দিন রানা দাবি করেন, ‘যারা সংবাদ সম্মেলন করেছে তারা বিএনপি-জামায়াতের লোক। তারা সবাই মিলে মসজিদ কমিটি গঠন করেছে। তারা মসজিদের সম্পদ ভোগ করছে। আমি সৎ সাংবাদিক হিসেবে এসবের বিরুদ্ধে লেখালেখি করছি, এটাই আমার অপরাধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত