Ajker Patrika

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত
হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় রশিদা খাতুন (৪৫) নামের এক নারীকে কাঠ ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে রশিদাকে তাঁর জামাতা হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

আজ রোববার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে। রশিদা খাতুনও ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তির স্ত্রী হাফসা আকতার বলেন, ‘দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়ি চলে আসি। অভাব–অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এর মধ্যে আমার স্বামী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার ওপর চাপ সৃষ্টি করেন।’

হাফসা আকতার বলেন, ‘সকালে আমার স্বামী আমার বাবার বাড়ি এসে মা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় মাকে কাঠ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৈয়বুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত