Ajker Patrika

রাঙামাটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৯
রাঙামাটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেএসএসের সহসভাপতি ঊষাতন তালুকদার। আজ শুক্রবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোশারফ হোসেন খানের কাছে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়ে ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দলের সিদ্ধান্ত মোতাবেক তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেএসএসের জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমা ও সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা। 

রাঙামাটির একমাত্র আসনে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন। ঊষাতন প্রত্যাহার করায় নির্বাচনে থাকছেন বাকি চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুন রশিদ মাতব্বর, সাংস্কৃতিক ঐক্য জোটের আওয়ামী লীগ নেতা অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির মিজানুর রহমান।

২০১৪ সালে নির্বাচনে দীপংকর তালুকদারকে ১৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন ঊষাতন। ২০১৮ সালে ৩৫ হাজার ভোটের ব্যবধানে ঊষাতনকে পরাজিত করেন দীপংকর তালুকদার। আসন্ন নির্বাচনে এ দুই প্রার্থী নিয়েই আলোচনা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত