নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চেক প্রতারণার মামলায় সাজার রায় শুনে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। তিন ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও ঘটনাটি নিয়ে এজলাসে ব্যাপক হট্টগোল হয়। শিথিল নিরাপত্তা ব্যবস্থার প্রামাণিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালতে।
মো. সাইফুল করিম খান (৪৬) নামে এই অভিযুক্তকে কাঠগড়ায় রেখেই আজ রোববার চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে ছয় মাসের সাজা ও সাড়ে পাঁচ লাখ অর্থদণ্ড হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) এ এ এম হুমায়ন কবীর জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই আসামির বিরুদ্ধে আদালত রায় ঘোষণার সময় কতর্ব্যরত পুলিশ সদস্য খেয়াল করেননি। আসামি জামিনে থাকায় তাঁকে নিয়ে ‘তেমন মাথায় নেয়নি’। তাছাড়া তিনি এজলাসের বাইরে আরও এক আসামির সঙ্গে কথা বলছিলেন। রায় ঘোষণা শেষে দুপুর ১২টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুপচাপ এজলাস থেকে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা হুমায়ন কবীর আরও বলেন, ‘এখানে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন এজলাসে একজন বয়স্ক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। ওনার চাকরি আর মাত্র ৩ মাস বাকি। আর ওই আসামি ছিলেন জামিনে। পরে আমরা অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডিত সাইফুল করিম খানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আদালত পুলিশের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বন্দর থানার নিমতলার বজলুল করিম খানের ছেলে সাইফুলের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি করেন মেসার্স দ্রুত পরিবহনের স্বত্বাধিকারী আল মুজিবুল বশর।
চেক প্রতারণার মামলায় সাজার রায় শুনে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। তিন ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও ঘটনাটি নিয়ে এজলাসে ব্যাপক হট্টগোল হয়। শিথিল নিরাপত্তা ব্যবস্থার প্রামাণিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালতে।
মো. সাইফুল করিম খান (৪৬) নামে এই অভিযুক্তকে কাঠগড়ায় রেখেই আজ রোববার চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে ছয় মাসের সাজা ও সাড়ে পাঁচ লাখ অর্থদণ্ড হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) এ এ এম হুমায়ন কবীর জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই আসামির বিরুদ্ধে আদালত রায় ঘোষণার সময় কতর্ব্যরত পুলিশ সদস্য খেয়াল করেননি। আসামি জামিনে থাকায় তাঁকে নিয়ে ‘তেমন মাথায় নেয়নি’। তাছাড়া তিনি এজলাসের বাইরে আরও এক আসামির সঙ্গে কথা বলছিলেন। রায় ঘোষণা শেষে দুপুর ১২টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুপচাপ এজলাস থেকে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা হুমায়ন কবীর আরও বলেন, ‘এখানে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন এজলাসে একজন বয়স্ক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। ওনার চাকরি আর মাত্র ৩ মাস বাকি। আর ওই আসামি ছিলেন জামিনে। পরে আমরা অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডিত সাইফুল করিম খানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আদালত পুলিশের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বন্দর থানার নিমতলার বজলুল করিম খানের ছেলে সাইফুলের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি করেন মেসার্স দ্রুত পরিবহনের স্বত্বাধিকারী আল মুজিবুল বশর।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে শান্তিপূর্ণ, ইসলামিক শিক্ষাবান্ধব পরিবেশ।
১০ মিনিট আগেবিশেষ করে তালতলা, মাদারঘোনা, শেরে-বাংলা, মোল্লারহাট, নান্দিকাঠী ও খাজুড়িয়া এলাকায় বর্ষায় জমে থাকা পানিতে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। যানবাহনের চাকা থেকে ছিটকে আসা কাদা ও ময়লা পানি আশপাশের দোকানে ঢুকে পড়ে, পণ্য নষ্ট হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।
৩৮ মিনিট আগেঅনলাইনে আবেদন করে সরকারি নির্ধারিত ফি দিলেও নানা জটিলতায় পড়তে হচ্ছে গ্রাহকদের। আগে মিটার পেতে ইলেকট্রিশিয়ানের ওয়্যারিং রিপোর্ট বাধ্যতামূলক ছিল। সে সুযোগে অনেক ইলেকট্রিশিয়ান প্রতিটি আবেদনপ্রত্যাশীর কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা দাবি করতেন।
১ ঘণ্টা আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় এবং নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতিবছরই ফসলি জমি, বাড়ি ঘর বিলীন হচ্ছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, যেসব এলাকায় ভাঙন বেশি হয়, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘণ্টা আগে