Ajker Patrika

সাজার রায় শুনে কাঠগড়া থেকে পালাল আসামি, এজলাসে ব্যাপক হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮: ৪৭
সাজার রায় শুনে কাঠগড়া থেকে পালাল আসামি, এজলাসে ব্যাপক হট্টগোল

চেক প্রতারণার মামলায় সাজার রায় শুনে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। তিন ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও ঘটনাটি নিয়ে এজলাসে ব্যাপক হট্টগোল হয়। শিথিল নিরাপত্তা ব্যবস্থার প্রামাণিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালতে। 

মো. সাইফুল করিম খান (৪৬) নামে এই অভিযুক্তকে কাঠগড়ায় রেখেই আজ রোববার চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে ছয় মাসের সাজা ও সাড়ে পাঁচ লাখ অর্থদণ্ড হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) এ এ এম হুমায়ন কবীর জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই আসামির বিরুদ্ধে আদালত রায় ঘোষণার সময় কতর্ব্যরত পুলিশ সদস্য খেয়াল করেননি। আসামি জামিনে থাকায় তাঁকে নিয়ে ‘তেমন মাথায় নেয়নি’। তাছাড়া তিনি এজলাসের বাইরে আরও এক আসামির সঙ্গে কথা বলছিলেন। রায় ঘোষণা শেষে দুপুর ১২টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুপচাপ এজলাস থেকে পালিয়ে যান। 

পুলিশ কর্মকর্তা হুমায়ন কবীর আরও বলেন, ‘এখানে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন এজলাসে একজন বয়স্ক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। ওনার চাকরি আর মাত্র ৩ মাস বাকি। আর ওই আসামি ছিলেন জামিনে। পরে আমরা অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডিত সাইফুল করিম খানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

আদালত পুলিশের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বন্দর থানার নিমতলার বজলুল করিম খানের ছেলে সাইফুলের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি করেন মেসার্স দ্রুত পরিবহনের স্বত্বাধিকারী আল মুজিবুল বশর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

‘ভিজিএফ কার্ড চাওয়ায়’ নারীনেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করেন বিএনপি নেতা

নিউইয়র্কে মামদানির জয়ে ক্ষোভে ফুঁসছে মোদি সমর্থকেরা

চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে নওশেদকে মারধর, বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত