Ajker Patrika

মেঘনায় জোয়ারের ভেসে নিখোঁজ বৃদ্ধ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মেঘনায় জোয়ারের ভেসে নিখোঁজ বৃদ্ধ 

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের স্রোতে আব্দুস সহীদ (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরের নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বৃদ্ধ আব্দুস সহিদ বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রেহানিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি দমারচরে পরিবার নিয়ে থাকতেন।

নিঝুম দ্বীপের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে নদীতে পানি কম থাকায় আব্দুস সহিদ হেঁটে দমারচর থেকে নিঝুম দ্বীপ আসছিল। এ সময় জোয়ারের স্রোত এসে তাঁকে টেনে নিয়ে যায়। দূর থেকে স্থানীয়রা দেখে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু বিকেল পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।

নিঝুম দ্বীপের বাসিন্দা নুরনবী জানান, নদীতে শেষ ভাটার পরে প্রথম যে জোয়ার আসে তা অধিক উচ্চতায় তীব্র স্রোত হয়। এ সময় অনেক নৌকাও উল্টে যায়। আব্দুস সহিদ এ ধরনের প্রথম স্রোতে পড়ে ভেসে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত