Ajker Patrika

পতেঙ্গা সৈকতে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২: ০৬
পতেঙ্গা সৈকতে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ফিশারিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ রোববার র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

নাসির কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আসামি নাসির পতেঙ্গা সৈকত এলাকার একজন ফাস্টফুড ব্যবসায়ী। ২০১৫ সালের মার্চ মাসে আরেক আসামি নয়ন তাঁর প্রেমিকাকে নিয়ে পরিকল্পিতভাবে পতেঙ্গা সৈকত এলাকায় বেড়াতে আসেন। এ সময় নয়ন ও তাঁর বন্ধু নাসির মিলে মেয়েটিকে সৈকতের নির্জন স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান।

ওই ঘটনায় ভুক্তভোগী মেয়েটি পতেঙ্গা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ১৯ মে আদালত দুজনকে যাবজ্জীবন ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

নুরুল আবছার বলেন, অপরাধের ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফিশারিঘাট এলাকায় নাসিরের অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের কুতুবদিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আরও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত