Ajker Patrika

প্রবাসীর স্বর্ণ ছিনতাই: সোর্সসহ পুলিশের এসআই রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: সোর্সসহ পুলিশের এসআই রিমান্ডে

চট্টগ্রাম নগরীতে এক প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই চেষ্টাকালে জনতার হাতে আটক পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সোর্স জাহেদের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবাসী আবদুল খালেক থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুল ইসলাম জাহেদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। আর তাঁর সহযোগী ও সোর্স শহীদুল ইসলাম জাহেদ নগরের বাকলিয়া থানার রাহাত্তার পুলের কেবি আমান আলী সড়কের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার সৌদিপ্রবাসী আবদুল খালেক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। তাঁকে বহনকারী গাড়ি নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় পৌঁছালে তাঁর গতি রোধ করেন এসআই আমিনুল ইসলাম। দুই সহযোগীকে নিয়ে তিনি প্রবাসী আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন। এরপর ওই গাড়িসহ প্রবাসীকে নিয়ে নগরের কয়েকটি জায়গায় ঘোরেন। বিকেল তিনটায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে নিয়ে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিতে চেষ্টা করেন এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগীরা। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় প্রবাসী আবদুল খালেক পুলিশ কর্মকর্তার কাপড় ধরে রাখেন। এতে ধস্তাধস্তি হলে সেখানে লোকজন ভিড় জমান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসআই আমিনুল ইসলাম ও তাঁর সহযোগী শহীদুলকে আটক করে। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর সিএমপি এক আদেশে এসআই আমিনুল ইসলামকে সাময়িত বরখাস্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত