Ajker Patrika

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবককে হত্যা: আসামিদের ঘরে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২: ১৯
আসামিদের বসতঘর আগুনে জ্বালছে। ছবি: আজকের পত্রিকা
আসামিদের বসতঘর আগুনে জ্বালছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় আসামিদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার রাতে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ার বাড়ির মামলার আসামিদের বসতঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর মানিকের জানাজা শেষে মাইকে ঘোষণা দিয়ে আসামি মো. রাসেল (৩৬) ও মো. নয়নের (৩২) বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় মাদকের টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে রাসেল, নয়ন ও অজ্ঞাত দু-তিনজন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত