Ajker Patrika

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর গুলিতে নারী নিহত

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর গুলিতে নারী নিহত

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে স্বামীর গুলিতে নুর কায়াছ (২৬) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা স্বামী আরাফাত (২০) তাঁর স্ত্রীকে গুলি করেন বলে জানিয়েছে পুলিশ। এতে স্বামী আরাফাত হোসেনও আহত হন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী আরাফাত ক্যাম্প-৮ ইস্টের আবু কালামের ছেলে এবং এফডিএমএন সদস্য। উখিয়া ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/ ৫৭ ব্লকে ওই নুর হাবা নামের একজনের বসতঘরে স্ত্রী নুর কায়াছকে গুলি করেন স্বামী আরাফাত। এতে ওই গৃহবধূর মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন। পরে তাঁর মা-ভাই ও আত্মীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল কুতুপালংয়ে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২০ মিনি নুর কায়াছ মারা যান। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় গুলিবিদ্ধ আরাফাত হোসেন এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত