রাঙামাটি প্রতিনিধি
কোনোভাবেই নৌ দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কাপ্তাই হ্রদে। প্রতি বছর কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ছে পর্যটকবাহী বোটগুলো। এতে ঘটছে প্রাণহানি। রাঙামাটির ডিসি বাংলো এলাকায় সবচেয়ে বেশি হচ্ছে নৌ দুর্ঘটনা। গত ৯ বছরে এ এলাকায় নৌ দুর্ঘটনায় মারা গেছে ১০ জন। দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারির দাবি উঠেছে।
১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের সময় নৌ চলাচলের সুবিধার্থে নিচু এলাকার গাছগুলো কেটে ফেলে তৎকালীন সরকার। তবে রাঙামাটি ডিসি বাংলো এলাকায় বড় গাছগুলো মাটির লেভেলে কেটে ফেলা সম্ভব হয়নি। অর্ধেকে কেটে ফেলে রাখা এসব গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
প্রতি বছর শুষ্ক মৌসুমে গাছের গোড়াগুলো পানিতে ডুবুডুবু অবস্থায় থাকায় এসব গোড়ার ওপর প্রায় উঠে যাচ্ছে বোটগুলো। গত ৯ বছরে শুধু ডিসি বাংলো এলাকায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছন বোট মালিকরা। এতে মারা গেছে ১০ জন। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি মারা গেল ২ জন।
লঞ্চচালক জালাল উদ্দিন বলেন, ‘শুষ্ক মৌসুমে ডিসি বাংলো এলাকায় লঞ্চ চালাতে ভয় হয়। কারণ কোথায় গাছের গোড়া ডুবন্ত অবস্থায় আছে কারোর কাছে তথ্য নেই। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর আজ পর্যন্ত হ্রদে ঝুঁকিপূর্ণভাবে থাকা এসব গাছের গোড়াগুলো চিহ্নিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। এর আগে একাধিকবার বলা হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।’
জেলা প্রশাসক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএকে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু করা হয়েছে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চট্টগ্রাম অঞ্চলের নৌযান সহায়ক যন্ত্রাপাতি প্রকৌশলী মোশারফ হোসেন।
কোনোভাবেই নৌ দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কাপ্তাই হ্রদে। প্রতি বছর কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ছে পর্যটকবাহী বোটগুলো। এতে ঘটছে প্রাণহানি। রাঙামাটির ডিসি বাংলো এলাকায় সবচেয়ে বেশি হচ্ছে নৌ দুর্ঘটনা। গত ৯ বছরে এ এলাকায় নৌ দুর্ঘটনায় মারা গেছে ১০ জন। দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারির দাবি উঠেছে।
১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের সময় নৌ চলাচলের সুবিধার্থে নিচু এলাকার গাছগুলো কেটে ফেলে তৎকালীন সরকার। তবে রাঙামাটি ডিসি বাংলো এলাকায় বড় গাছগুলো মাটির লেভেলে কেটে ফেলা সম্ভব হয়নি। অর্ধেকে কেটে ফেলে রাখা এসব গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
প্রতি বছর শুষ্ক মৌসুমে গাছের গোড়াগুলো পানিতে ডুবুডুবু অবস্থায় থাকায় এসব গোড়ার ওপর প্রায় উঠে যাচ্ছে বোটগুলো। গত ৯ বছরে শুধু ডিসি বাংলো এলাকায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছন বোট মালিকরা। এতে মারা গেছে ১০ জন। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি মারা গেল ২ জন।
লঞ্চচালক জালাল উদ্দিন বলেন, ‘শুষ্ক মৌসুমে ডিসি বাংলো এলাকায় লঞ্চ চালাতে ভয় হয়। কারণ কোথায় গাছের গোড়া ডুবন্ত অবস্থায় আছে কারোর কাছে তথ্য নেই। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর আজ পর্যন্ত হ্রদে ঝুঁকিপূর্ণভাবে থাকা এসব গাছের গোড়াগুলো চিহ্নিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। এর আগে একাধিকবার বলা হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।’
জেলা প্রশাসক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএকে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু করা হয়েছে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চট্টগ্রাম অঞ্চলের নৌযান সহায়ক যন্ত্রাপাতি প্রকৌশলী মোশারফ হোসেন।
বাংলাদেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতির ও এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ তম দিনের মতো তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।
১২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে রফিকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) উপজেলার ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে একটি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি ও মাসিক বেতন কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি নিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও টিউশন ফি ৩০০ টাকার বদলে মানবিকে ১০০ ও বিজ্ঞানে ১২০ টাকা করার
১৬ মিনিট আগেধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ তিন দফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক পোস্টে এই ঘোষণা দেন তাঁরা। এ জন্য বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।
৪২ মিনিট আগে