নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এক রাজস্ব কর্মকর্তাকে তাৎক্ষণিক ঢাকায় বদলি করা হয়েছে। এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বদলি হওয়া রাজস্ব কর্মকর্তা হলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা কে এম এম সালেম। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফকরুল আলম।
মোহাম্মদ ফকরুল আলম বলেন, ‘ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি। তবে বিমানবন্দরে কর্মরত এক রাজস্ব কর্মকর্তা এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে ওই কর্মকর্তাকে ঢাকা অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে।’
বিমানবন্দরের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রী বিমানবন্দরের টয়লেটে গিয়ে রাজস্ব কর্মকর্তা কে এম এম সালেমের কাছে ৬টি সোনার বার হস্তান্তর করেন। এসব বার বিমানবন্দর থেকে বের করে চোরাচালান চক্রের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফটক দিয়ে বের হওয়ার সময় সিভিল অ্যাভিয়েশন ও একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিমানবন্দরের পরিচালকের কক্ষে শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক ঘণ্টা আলোচনা করেন।
চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় সোনার বার উদ্ধারের বিষয়ে অনুসন্ধান চলছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দেওয়ার পরে আমরা জানতে পারব।’
এ বিষয়ে জানতে রাজস্ব কর্মকর্তা কে এম এম সালেমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি।
এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্যা বলেন, ‘আজ দুটি চালানে সোনা জব্দ করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে নগিনদাস নামে ভারতীয় নাগরিককে ৯৮১ গ্রাম স্বর্ণালংকারসহ আটক করেন কাস্টমস কর্মকর্তারা। শারজাহ থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৫১ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৪২১ গ্রাম অলংকার এবং গায়ের জামা থেকে ৫৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।’
চট্টগ্রামে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এক রাজস্ব কর্মকর্তাকে তাৎক্ষণিক ঢাকায় বদলি করা হয়েছে। এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বদলি হওয়া রাজস্ব কর্মকর্তা হলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা কে এম এম সালেম। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফকরুল আলম।
মোহাম্মদ ফকরুল আলম বলেন, ‘ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি। তবে বিমানবন্দরে কর্মরত এক রাজস্ব কর্মকর্তা এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে ওই কর্মকর্তাকে ঢাকা অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে।’
বিমানবন্দরের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রী বিমানবন্দরের টয়লেটে গিয়ে রাজস্ব কর্মকর্তা কে এম এম সালেমের কাছে ৬টি সোনার বার হস্তান্তর করেন। এসব বার বিমানবন্দর থেকে বের করে চোরাচালান চক্রের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফটক দিয়ে বের হওয়ার সময় সিভিল অ্যাভিয়েশন ও একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিমানবন্দরের পরিচালকের কক্ষে শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক ঘণ্টা আলোচনা করেন।
চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় সোনার বার উদ্ধারের বিষয়ে অনুসন্ধান চলছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দেওয়ার পরে আমরা জানতে পারব।’
এ বিষয়ে জানতে রাজস্ব কর্মকর্তা কে এম এম সালেমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি।
এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্যা বলেন, ‘আজ দুটি চালানে সোনা জব্দ করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে নগিনদাস নামে ভারতীয় নাগরিককে ৯৮১ গ্রাম স্বর্ণালংকারসহ আটক করেন কাস্টমস কর্মকর্তারা। শারজাহ থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৫১ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৪২১ গ্রাম অলংকার এবং গায়ের জামা থেকে ৫৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।’
সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৬ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩০ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১ ঘণ্টা আগে