Ajker Patrika

শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ফের জাহাজ চলবে

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। আগামীকাল শুক্রবার সকালে চারটি জাহাজ টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটক নিয়ে যাত্রা করবে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় জাহাজ চলাচলের অনুমতির সিদ্ধান্ত হয়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নৌ-পরিবহন মন্ত্রণালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ে বৈঠকে নাফনদী দিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারে আবার সভা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়।’ 

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকাল থেকে টেকনাফ ঘাট থেকে চারটি জাহাজ নিয়মিত সেন্টমার্টিনে যাতায়াত করবে।’ 

নাফ নদীর নাব্যতা-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার কথা উল্লেখ করে গত বছরের ২৯ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন। এরপর থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। কেবল কক্সবাজার ও চট্টগ্রাম থেকে তিনটি জাহাজ চলাচল করে। 

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। উপস্থিতি ছিলেন উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধি ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত