Ajker Patrika

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে ইপিজেডে তাজনাহার আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে ওই কিশোরীকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত তাজনাহার পোস্তারপাড় মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ও বন্দরটিলা এলাকার তাজুল ইসলামের মেয়ে। নিহত তাজনাহার তাঁর বাবা-মায়ের সঙ্গে বন্দরটিলা বাসায় থাকতেন। 
 
আজ বৃহস্পতিবার ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশ হাসপাতাল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করেছে। তাঁর পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের ভাষ্যমতে, সে কিছুদিন ধরে অসুস্থ ছিল। 
 
ওসি বলেন, ‘মেয়েটির গলায় দাগ পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ ছিল তা এখনো নিশ্চিত নয়। মেয়েটির পরিবারও আত্মহত্যার বিষয়ে স্পষ্টভাবে কিছু বলছেন না। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি। আপাতত এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।’ 
 
এদিকে হাসপাতাল পুলিশ ফাঁড়ি বলেছে, নিজ বাসার মধ্যে গলায় ফাঁস লাগিয়ে তাজনাহার আক্তার মারা যায়। ইপিজেড থানা–পুলিশের মাধ্যমে ওই তরুণীকে নিয়ে আসা হয়। সঙ্গে মেয়েটির চাচা মো. ইউছুফ উপস্থিত ছিলেন। 
 
ইউছুফ আজকের পত্রিকাকে বলেন, মেয়েটির কি হয়েছে বলতে পারব না। তবে সে অসুস্থ ছিল। আমি হাসপাতালে এসে মেয়েটির মরদেহ দেখতে পাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত