Ajker Patrika

বান্দরবানে জামায়াতের ৭ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৬: ০৩
বান্দরবানে জামায়াতের ৭ সদস্য কারাগারে

বান্দরবানে জামায়াতের সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের যৌথ খামার এলাকার একটি হোটেলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরানুল হক (৩০), মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ূন কবির (৩৭), মো. মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯) ও মো. আশরাফুল ইসলাম (৩০)। 

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান শহরের যৌথ খামার এলাকার একটি হোটেলে শুক্রবার সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গোপন বৈঠককালে সাতজনকে আটক করা হয়। 

 আটকদের প্রত্যেকের মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা ও তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল নীলাদ্রি থেকে বেশ কিছু বই-লিফলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত