Ajker Patrika

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে মারা গেল ৫ শিশুই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩৯
Thumbnail image

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুশমিনার (৩) মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শিশুর সবাই মারা গেল। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, তিন বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শিশুর মধ্যে কেউ বেঁচে রইল না।

তিনি জানান, সবশেষ মারা যাওয়া রোহিঙ্গা শিশু রুশমিনার শ্বাসনালি ও শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। দুর্ঘটনায় দগ্ধ মোট সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে পাঁচজন শিশু ছিল। তাদের সবাই মারা গেছে।

২৪ ফেব্রুয়ারি সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচ শিশুসহ নয়জন দগ্ধ হয়। আহতদের প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দিনই সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায়।

হাসপাতালে আনার পথে রাসেল নামের আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। গত ২৬ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন মোবাশ্বেরা (৪) ও রবি আলম (৫) এবং ২৮ ফেব্রুয়ারি সকালে সোহেল নামের সাড়ে ৫ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত