Ajker Patrika

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২০: ২৩
লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নগরীর আমবাগান এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে খুলশী থানাধীন আমবাগান এলাকায় ওয়াদুদ হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভুজপুর থানার গড়াভাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)। 

অভিযান পরিচালনাকারী খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাজারে ছড়ানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণের এসব জাল টাকা বায়েজিদ থেকে আনা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে বিপুল জাল নোটসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এর আগেও জাল নোট বাজারে লেনদেন করেছে বলে স্বীকার করেছেন। 

জালনোট-(2)নুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা জাল নোটের সাতটি লেনদেনের কথা আমাদের জানিয়েছেন। পরবর্তী তদন্তে এসবের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এই ঘটনায় মামলার পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত