কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকালে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান তানিম। তিনি অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
নূর উর রহমান তানিম সাংবাদিকদের বলেন, অনেক কেন্দ্রের সামনে তাঁর কর্মীদের মারধর করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রের মোড়ে মোড়ে বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছেন না। ভোটারদের বাধা দেওয়া হচ্ছে।
এর আগে সকাল ৮টায় মহানগর এলাকায় মোট ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। সিটির এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ করা হচ্ছে।
উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনকালে নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৭ টিমে ৯৩৯ জন র্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন ও ৯টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে। এর বাইরে দুই থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে আছে।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকালে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান তানিম। তিনি অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
নূর উর রহমান তানিম সাংবাদিকদের বলেন, অনেক কেন্দ্রের সামনে তাঁর কর্মীদের মারধর করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রের মোড়ে মোড়ে বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছেন না। ভোটারদের বাধা দেওয়া হচ্ছে।
এর আগে সকাল ৮টায় মহানগর এলাকায় মোট ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। সিটির এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ করা হচ্ছে।
উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনকালে নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৭ টিমে ৯৩৯ জন র্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন ও ৯টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে। এর বাইরে দুই থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে আছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
৩ মিনিট আগেযশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
৫ মিনিট আগেবর্তমানে এই আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা ২৭৬ জন। এর মধ্যে ২০০৮ সালে কিছু জনকে স্থায়ী করা হলেও ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কাউকে স্থায়ী করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে চারবার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
৭ মিনিট আগেফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
১১ মিনিট আগে