Ajker Patrika

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৬: ২৪
লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরোনো বিওসি এলাকায় দুই দোকানদারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।

জরিমানা আদায়কৃত দোকানগুলো হলো শাহ আমানত বেকারী ও নবাবি কিচেন।

জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরোনো বিওসি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবার পরিবেশন এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার দায়ে নিরাপদ খাদ্য আইনে শাহ আমানত বেকারীকে ১ লাখ টাকা এবং পদুয়ায় নবাবি কিচেনে ডিলিং লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকার দায়ে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী এবং লোহাগাড়া থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত