নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠেছে দুটি গ্রুপ। এ নিয়ে গত ৩০ জুন আগ্রাবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সপ্তাহজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আগ্রাবাদ গণপূর্ত এলাকায়।
ঠিকাদার ও গণপূর্তের কর্মকর্তারা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা এ এস এম পারভেজ ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পারভেজ গণপূর্ত কার্যালয়ে তাঁর একচ্ছত্র আধিপত্য হারান। সম্প্রতি সেই ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর শতাধিক অনুসারী গণপূর্তর নিচতলায় বাংলাদেশ ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে থাকা ঠিকাদার জাহাঙ্গীরকে মারধর করেন তাঁরা। পরে ঠিকাদার সমিতির নেতা হাসান মজুমদার শাকিল ও কাজী মাহমুদুল হাসান রনির লোকজন পাল্টা হামলা চালালে পারভেজ গ্রুপের জালাল আহত হন।
এ বিষয়ে ঠিকাদার সমিতির নেতা বলেন, পারভেজ একজন টেন্ডারবাজ ও সন্ত্রাসী। ২০২১ সালের ঘটনার পর তিনি ও তাঁর অনুসারীরা গণপূর্ত ভবনে আর আসতে পারেননি। তিন বছর পর ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তাঁরা আবার ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
জানতে চাইলে যুবলীগ নেতা পারভেজ বলেন, ‘আমি অনেক দিন থেকে ঠিকাদারি করি না। এখানে অনেক ঠিকাদার আমার পরিচিত থাকতে পারেন। ৩০ জুনের ঘটনায় আমি যাইনি।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, জালালের নেতৃত্বে ৩০ জুন এক ঠিকাদারের ওপর হামলা চালানো হয়েছে। ওই সময় জালাল নিজেও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং জালাল, শাকিব ও মামুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, জালাল হামলা চালাতে গিয়ে আহত হয়েছেন। হামলাকারীরা কথিত যুবলীগ নেতা এ এস এম পারভেজের অনুসারী। তবে জালালের পরিবারের দাবি, বিল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। চিকিৎসার সুযোগ না দিয়েই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গত সপ্তাহজুড়ে আগ্রাবাদ গণপূর্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা স্বীকার করে ওসি বলেন, ‘যেখানে কোনো আশঙ্কা দেখি, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি।’
চট্টগ্রামে গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠেছে দুটি গ্রুপ। এ নিয়ে গত ৩০ জুন আগ্রাবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সপ্তাহজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আগ্রাবাদ গণপূর্ত এলাকায়।
ঠিকাদার ও গণপূর্তের কর্মকর্তারা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা এ এস এম পারভেজ ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পারভেজ গণপূর্ত কার্যালয়ে তাঁর একচ্ছত্র আধিপত্য হারান। সম্প্রতি সেই ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর শতাধিক অনুসারী গণপূর্তর নিচতলায় বাংলাদেশ ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে থাকা ঠিকাদার জাহাঙ্গীরকে মারধর করেন তাঁরা। পরে ঠিকাদার সমিতির নেতা হাসান মজুমদার শাকিল ও কাজী মাহমুদুল হাসান রনির লোকজন পাল্টা হামলা চালালে পারভেজ গ্রুপের জালাল আহত হন।
এ বিষয়ে ঠিকাদার সমিতির নেতা বলেন, পারভেজ একজন টেন্ডারবাজ ও সন্ত্রাসী। ২০২১ সালের ঘটনার পর তিনি ও তাঁর অনুসারীরা গণপূর্ত ভবনে আর আসতে পারেননি। তিন বছর পর ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তাঁরা আবার ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
জানতে চাইলে যুবলীগ নেতা পারভেজ বলেন, ‘আমি অনেক দিন থেকে ঠিকাদারি করি না। এখানে অনেক ঠিকাদার আমার পরিচিত থাকতে পারেন। ৩০ জুনের ঘটনায় আমি যাইনি।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, জালালের নেতৃত্বে ৩০ জুন এক ঠিকাদারের ওপর হামলা চালানো হয়েছে। ওই সময় জালাল নিজেও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং জালাল, শাকিব ও মামুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, জালাল হামলা চালাতে গিয়ে আহত হয়েছেন। হামলাকারীরা কথিত যুবলীগ নেতা এ এস এম পারভেজের অনুসারী। তবে জালালের পরিবারের দাবি, বিল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। চিকিৎসার সুযোগ না দিয়েই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গত সপ্তাহজুড়ে আগ্রাবাদ গণপূর্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা স্বীকার করে ওসি বলেন, ‘যেখানে কোনো আশঙ্কা দেখি, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৩ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
২৯ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে