Ajker Patrika

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫: ৫৬
কর্ণফুলী নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ী হাজি মো. বাহারুল আলম বাহারের (৬২) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে কর্ণফুলী নদীর পূর্ব পাশের মন্দির ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বাহারুল আলম ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দর লাইটারহেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী সদস্য এবং মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক ছিলেন।

এ বিষয়ে সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘আজ সকালে মন্দির ঘাট এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার জন্য কর্ণফুলীর সদরঘাটে যান বাহারুল আলম। এ সময় পারাপারের সাম্পানে উঠতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন। উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত