Ajker Patrika

খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে খাল দখল করে প্রাচীর নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না। 
 
জানা গেছে, শত বছরের পুরোনো খালটি দিয়ে বর্ষা মৌসুমে মাহামুদাবাদ এলাকার পাহাড়ি ঢল প্রবাহিত হয়। গত এক সপ্তাহ ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি খালের মাটি কেটে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছে। 
 
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শফি সরকার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে খালের ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছে। এ ছাড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে সে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। 

অবৈধভাবে খালের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ব্যাপারে মোহাম্মদ শফি বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি, কারও অনুমতির প্রয়োজন নাই। তা ছাড়া আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কি করতে পারেন তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’ 

এ ব্যাপারে জানতে চাইলে চসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘নন্দিরহাট এলাকায় খাল (ছড়া) দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তবে করপোরেশনের লোক পাঠিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত