Ajker Patrika

চট্টগ্রামে উপনির্বাচনে মাঠে থাকবেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে উপনির্বাচনে মাঠে থাকবেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। আজ শনিবার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে পাঠানো হয়। ৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ এবং ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও ৬ জন যুক্ত হয়ে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।’
 
চিঠিতে বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এবং প্রাসঙ্গিক আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হয়। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, নির্বাচনী এলাকায় নিয়োজিত ভ্রাম্যমাণ/স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভ্রাম্যমাণ দলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত