Ajker Patrika

শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হলেন প্রবাস ফেরত যুবক

চাঁদপুর প্রতিনিধি
শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হলেন প্রবাস ফেরত যুবক

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়েছেন মোহন হোসেন (২৪) নামের প্রবাস ফেরত এক যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মোহন হোসেন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। আট দিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি এসেছেন।

স্বজনেরা জানান, গতকাল বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন মোহন। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জমিতে তাঁর লাশ পাওয়া যায়।

মোহনের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, মাছ ধরতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। রাত সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ি পাশের একটি ধান খেতে তাঁর লাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে মোহনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের ধারণা, পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত