Ajker Patrika

ইয়াবার মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইয়াবার মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবার মামলায় আবু বকর (২৪) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৭ সালে ৩ ফেব্রুয়ারি আকবরশাহ এলাকায় ৪০০ পিস ইয়াবাসহ আটক হন আবু বকর। এই ঘটনায় আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলায় ওই বছরই আসামি আবু বকরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 

একই বছর ১৯ জুন আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়। এই মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করতে সক্ষম হওয়ায় আজ রোববার আদালত এই রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত