Ajker Patrika

বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৮: ২৩
বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে খুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হৃদয় (২৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার যাত্রাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

নিহত যুবক যাত্রাপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। 

খবর পেয়ে থানা–পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় হত্যাকাণ্ডের মুলহোতা রুবেল (৪০) ওই এলাকায় আত্মগোপন করে আছেন জেনে পুলিশ পুরো গ্রাম ঘিরে ফেলে। পরে ঘটনার তিন ঘণ্টার মধ্যে একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হৃদয়কে তার বাড়ি থেকে ডেকে মাদক ব্যবসায়ী রুবেল তার বাড়িতে নিয়ে যায়। বাড়ির উঠোনে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে হৃদয়কে ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভৈরব এলাকায় মারা যায়। নিহত হৃদয় ও রুবেলের বাড়ি যাত্রাপুর গ্রামের একই পাড়ায়। রুবেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। 

এ ব্যাপারে নিহতের বাবা মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমার ছেলে হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রুবেল। কিছুক্ষণ পরে আমার মেয়ের জামাইয়ের ফোনে জানতে পারি, আমার ছেলে রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে হৃদয় মারা যায়।’ 

তিনি বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।’ 

এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো বলা যাচ্ছে না। ঘটনার মূলহোতা রুবেলকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত