Ajker Patrika

চট্টগ্রামে ১৪ হাজার লিটার পাম তেলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীতে দুইটি ট্রাক থেকে ড্রাম ও কন্টেইনার ভর্তি ১৪ হাজার ১২০ লিটার পাম তেল জব্দ করেছে র‍্যাব-৭। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মিজানুর রহমান (৩০), মাকসুদুর রহমান (২৬), জানে আলম (৫২), তাহের (৩০) ও মঞ্জুর আলম (২৫)।

র‍্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'দুইটি ট্রাক থেকে ড্রামে ও কন্টেইনারে করে চোরাইকৃত এসব পাম তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলো পরবর্তীতে বিভিন্ন বাজারে বিক্রি হতো। জব্দকৃত পাম তেলের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা। এ কাজে ব্যবহৃত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।'

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত