নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া এবং অস্ত্র, ডাকাতিসহ সাত মামলার আসামি সন্ত্রাসী মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালামের কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজান নগরের বায়েজিদে ওয়াজেদিয়া এলাকার আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭-এর মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়া ঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে টয়লেটের ওপর বাঁশের একটি মাচা থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি টিপ ছুরি জব্দ করা হয়।
শরীফ-উল-আলম আরও বলেন, মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে। তাঁর অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালীন হওয়া নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় করা মামলায় বলা হয়, তিনি সরাসরি নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
র্যাব জানায়, মিজানকে গ্রেপ্তারের পর তাঁকে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া এবং অস্ত্র, ডাকাতিসহ সাত মামলার আসামি সন্ত্রাসী মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালামের কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজান নগরের বায়েজিদে ওয়াজেদিয়া এলাকার আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭-এর মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়া ঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে টয়লেটের ওপর বাঁশের একটি মাচা থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি টিপ ছুরি জব্দ করা হয়।
শরীফ-উল-আলম আরও বলেন, মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে। তাঁর অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালীন হওয়া নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় করা মামলায় বলা হয়, তিনি সরাসরি নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
র্যাব জানায়, মিজানকে গ্রেপ্তারের পর তাঁকে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১৫ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২৪ মিনিট আগে