Ajker Patrika

চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার 

দুই নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম নগর বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং পাঁচলাইশ থানা বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টু। 

এ বিষয়ে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে উল্লিখিত দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

এ বিষয়ে নাজিমুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 

তথ্য মতে, ১৭ অক্টোবর পাহাড়তলীর মোহাম্মদ ট্রেডিং নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়। সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওদিন রাত ১০টার দিকে অভিযুক্ত বিএনপি নেতা মামুন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। আর বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত