পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন। গতকাল শুক্রবার নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।
গত ১৯ এপ্রিল রাতে ইফতার মাহফিল উপলক্ষে দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন সহ কয়েকজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জমির উদ্দিনসহ ৩ যুবলীগ নেতা। ঘটনার দুই দিন পর ১৪ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জমির উদ্দিন দাবি করেন, মামলার বিবাদীদের গুম অথবা খুন করে তার দায়ভার চাপিয়ে দেওয়া হতে পারে তাঁদের ওপর।
জমির উদ্দিন বলেন, ‘যারা আমাদের হামলা করেছে তাঁদের আমরা আইনি ভাবে মোকাবিলা করব, কারও ওপর হামলা করা আমাদের উদ্দেশ্য নয় ৷ আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাদের ওপর হামলা হয়েছে ৷ এখন কেউ যদি নিজের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিত ভাবে কোনো ঘটনা সাজায় তার দায়ভার আমাদের নয় ৷’
জমির উদ্দিন আরও বলেন, ‘ঈদের পর আমরা রাজনৈতিক কর্মসূচি দেব। প্রশাসনের প্রতি অনুরোধ কারও অনৈতিক প্রস্তাবে প্ররোচিত না হয়ে প্রকৃত দোষীদের যেন আইনের আওতায় যেন আনা হয়।’
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মো. ওবায়দুল, সুজন বড়ুয়া প্রমুখ ৷
নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন। গতকাল শুক্রবার নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।
গত ১৯ এপ্রিল রাতে ইফতার মাহফিল উপলক্ষে দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন সহ কয়েকজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জমির উদ্দিনসহ ৩ যুবলীগ নেতা। ঘটনার দুই দিন পর ১৪ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জমির উদ্দিন দাবি করেন, মামলার বিবাদীদের গুম অথবা খুন করে তার দায়ভার চাপিয়ে দেওয়া হতে পারে তাঁদের ওপর।
জমির উদ্দিন বলেন, ‘যারা আমাদের হামলা করেছে তাঁদের আমরা আইনি ভাবে মোকাবিলা করব, কারও ওপর হামলা করা আমাদের উদ্দেশ্য নয় ৷ আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাদের ওপর হামলা হয়েছে ৷ এখন কেউ যদি নিজের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিত ভাবে কোনো ঘটনা সাজায় তার দায়ভার আমাদের নয় ৷’
জমির উদ্দিন আরও বলেন, ‘ঈদের পর আমরা রাজনৈতিক কর্মসূচি দেব। প্রশাসনের প্রতি অনুরোধ কারও অনৈতিক প্রস্তাবে প্ররোচিত না হয়ে প্রকৃত দোষীদের যেন আইনের আওতায় যেন আনা হয়।’
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মো. ওবায়দুল, সুজন বড়ুয়া প্রমুখ ৷
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিদার (৩২), রায়হান উদ্দিন জাবেদ (২০), আরমান ওরফে ছনু মিয়া (২৫), মো. সাকিব (২৩), তাহসিন (২৪), সুমন (২৪) ও আব্দুল খালেক (৩৮)। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ২৮ এপ্রিল পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে আবদুল মতিন (৭৪) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্বজনদের। আজ বুধবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে...
৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমিসংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
৭ মিনিট আগেপদত্যাগের ঘোষণা দিয়ে কখনো আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার কথা বললেন পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছেন এক যুগেরও বেশি।
১১ মিনিট আগে