Ajker Patrika

লোহাগাড়ায় দায়ের কোপে বাবাকে হত্যার অভিযোগ, মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় দায়ের কোপে বাবাকে হত্যার অভিযোগ, মেয়ে আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় কথা-কাটাকাটির জেরে মেয়ের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াই বলীরজোম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। 

নিহত ব্যক্তি হলেন আবদুর রহমান। তাঁর আটক মেয়ের নাম হুমাইরা আক্তার (১৯)। আবদুর রহমানের আরও একজন মেয়েসন্তান রয়েছেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন হুমাইরা। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। তিনি বলেন, ‘আবদুর রহমান ও তাঁর মেয়ে হুমাইরার সঙ্গে গৃহপালিত গরুকে ভুসি খাওয়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আব্দুর রহমান। 

স্থানীয় লোকজন জানান, হুমায়রা বিয়ের পর থেকে বাবার বাড়িতে বসবাস করে সংসার চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, `স্থানীয় মেম্বার ও গ্রাম-পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হুমাইরাকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত