Ajker Patrika

শিশুদের সুরক্ষায় কমিউনিটি আর্ট উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৫: ৩১
শিশুদের সুরক্ষায় কমিউনিটি আর্ট উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

সরকারের এপিসি প্রকল্প এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে শিশুদের সুরক্ষায় কমিউনিটি আর্ট উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডেপুটি কমিশনার আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষাবিষয়ক ম্যানেজার এলিসা কাল্পনা, চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এপিসি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ। 

আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, বাংলাদেশের ‘ভিশন ২০৪১’ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ ব্যাপক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সৃজনশীল কর্মকাণ্ড মানুষের দেখার দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করে দেয়। এ ধরনের উদ্যোগের কারণেই শিশু ও শিশু-কিশোরদের সৃজনশীল করতে সহায়তা করবে। 

চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কাল্পনা বলেন, ইউনিসেফ মানুষকে সংযুক্ত করতে এবং শিশুদের জন্য একটি প্রতিরক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে শিল্পকলার শক্তিতে বিশ্বাস করে। এই প্রকল্প শিশু সুরক্ষা শক্তিশালী করার জাতীয় কর্মসূচির অংশ, যা স্থানীয় নেতৃত্বে শিশুর জন্য সুরক্ষা পরিবেশ গ্রাম পর্যায় পর্যন্ত নিশ্চিত করে। এই পর্যন্ত প্রায় ১০০০ শিশু সুরক্ষা ‘কমিউনিটি হাব’ তৈরি হয়েছে, যা স্থানীয় নেতৃত্ব অথবা সরকারি সহযোগিতায়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৩ সালে মাত্র তিন মাসে ৪৪ লাখ শিশু ও তাদের অভিভাবকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি ‍শিশুকে সুরক্ষা প্রদানের এই কর্মসূচিকে টেকসই করার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতাকে তিনি স্বাগত জানিয়েছেন। 

ইউনিসেফ ৭০ জন কমিউনিটি আর্টিস্টকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আন্তর্জাতিক চিত্রশিল্পী লিন্ডা ভেলেন্তেকে নিয়োগ দেয়। প্রথম কর্মশালার দ্বিতীয় অংশে লিন্ডা ভেলেন্তে শিল্পকলা সম্পর্কে ৭০ জন কমিউনিটি আর্টিস্টের মধ্য থেকে এই কর্মশালায় ১৩ জন আর্টিস্টকে তাঁদের কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেন এবং ১৩ জন কমিউনিটি আর্টিস্ট ও ১৩ জন শিশুসহ শিল্প কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত