নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বায়েজিদে বকাঝকার প্রতিশোধ নিতে প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকায় ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. কাউসারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটি চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছে।
মামলার এজাহার অনুযায়ী, শান্তিনগর এলাকার একটি কলোনিতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুর বাবা-মা। গতকাল বুধবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পর তাঁরা শিশুটির শরীর থেকে রক্ত পড়তে দেখেন। পরে মেয়েটির ইশারায় অভিযুক্ত যুবকের ব্যাপারে নিশ্চিত হয়। পরে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তির পর স্থানীয়দের সহায়তায় কাউসারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ভুক্তভোগী শিশুর মা জানান, দশদিন আগে একই কলোনির ভাড়াটিয়া মো. মাসুমের ছেলে কাউসার বন্ধুদের সঙ্গে নিয়ে আগুন পোহায়। এ সময় পুড়ে যাওয়া পলিথিনের একটি অংশ ভুক্তভোগী শিশুটির পায়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বকাঝকা করেছিলেন কাউসারকে। এতে ক্ষিপ্ত হয়ে কাউসার এই ঘটনা ঘটিয়েছে।
চট্টগ্রামে বায়েজিদে বকাঝকার প্রতিশোধ নিতে প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকায় ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. কাউসারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটি চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছে।
মামলার এজাহার অনুযায়ী, শান্তিনগর এলাকার একটি কলোনিতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুর বাবা-মা। গতকাল বুধবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পর তাঁরা শিশুটির শরীর থেকে রক্ত পড়তে দেখেন। পরে মেয়েটির ইশারায় অভিযুক্ত যুবকের ব্যাপারে নিশ্চিত হয়। পরে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তির পর স্থানীয়দের সহায়তায় কাউসারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ভুক্তভোগী শিশুর মা জানান, দশদিন আগে একই কলোনির ভাড়াটিয়া মো. মাসুমের ছেলে কাউসার বন্ধুদের সঙ্গে নিয়ে আগুন পোহায়। এ সময় পুড়ে যাওয়া পলিথিনের একটি অংশ ভুক্তভোগী শিশুটির পায়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বকাঝকা করেছিলেন কাউসারকে। এতে ক্ষিপ্ত হয়ে কাউসার এই ঘটনা ঘটিয়েছে।
বিস্ফোরক মামলায় ফরিদপুরে আওয়ামী লীগের ২১ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ফরিদপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এই আদেশ দেন। এ সময় অসুস্থ বিবেচনায় একজনের জামিন মঞ্জুর করেন আদালত।
২০ মিনিট আগেফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
২৮ মিনিট আগেময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।
৩৩ মিনিট আগেরাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।
৩৮ মিনিট আগে