Ajker Patrika

ব্যাডমিন্টন খেলায় দ্বন্দ্ব, মীমাংসা করতে গিয়ে বড় ভাই খুন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২: ০৯
ছুরিকাঘাতে নিহত মো. শফিউল্লাহ। ছবি: সংগৃহীত
ছুরিকাঘাতে নিহত মো. শফিউল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। আজ শুক্রবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. শফিউল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয় (১৮) ব্রাহ্মণপাড়া সদর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার বিকেলে হত্যাকাণ্ডের শিকার শফিউল্লাহর ছোট ভাই মো. সানাউল্লাহর সঙ্গে মশিউর রহমান হৃদয়ের ছোট ভাই রিয়াদ ব্যাডমিন্টন খেলে। খেলার একপর্যায়ে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে রিয়াদ ও সানাউল্লাহর মধ্যে ঝগড়া হয়। এ সময় মশিউর রহমান হৃদয় সানাউল্লাহকে মারধর করে। বিষয়টি জানতে পেরে শফিউল্লাহ মারধরের কারণ জানতে হৃদয়ের বাড়িতে যান।

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মশিউর রহমান হৃদয় ঘর থেকে ছুরি এনে শফিউল্লার পেটে লাগাতার দুটি আঘাত করেন। স্থানীয়দের সহযোগিতায় গুরুরত আহত অবস্থায় শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয়কে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত