দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় আশিষ বৈদ্য (৪০) নামের ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর ও মহামায়া ইউনিয়নের উত্তর যশপুরের মধ্যবর্তী এলাকার ফুলছড়ি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ভারতের বিলোনিয়া থানাধীন নলুয়া এলাকার সাধন বৈদ্যের ছেলে। তাঁর মরদেহের ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে লাশ হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ‘আজ সকালে ফুলছড়ি খালের মধ্যে (বাংলাদেশ-ভারতের শূন্যরেখা) এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে তারা থানা-পুলিশকে জানাই। এরপর আমরা বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।’
আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের সঙ্গে দুই ভারতীয় নাগরিক এসে নিশ্চিত করেন এটা তাঁদের দেশের নাগরিক। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে বিএসএফের রাকেশ ঠাকুর ও বিজিবির সুবেদার হাসিবুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান ওসি সুদ্বীপ রায়।
ফেনীর ছাগলনাইয়ায় আশিষ বৈদ্য (৪০) নামের ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর ও মহামায়া ইউনিয়নের উত্তর যশপুরের মধ্যবর্তী এলাকার ফুলছড়ি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ভারতের বিলোনিয়া থানাধীন নলুয়া এলাকার সাধন বৈদ্যের ছেলে। তাঁর মরদেহের ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে লাশ হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ‘আজ সকালে ফুলছড়ি খালের মধ্যে (বাংলাদেশ-ভারতের শূন্যরেখা) এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে তারা থানা-পুলিশকে জানাই। এরপর আমরা বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।’
আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের সঙ্গে দুই ভারতীয় নাগরিক এসে নিশ্চিত করেন এটা তাঁদের দেশের নাগরিক। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে বিএসএফের রাকেশ ঠাকুর ও বিজিবির সুবেদার হাসিবুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান ওসি সুদ্বীপ রায়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া
১ মিনিট আগেকমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ) থেকে রামলাল রবিদাস (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানের ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেসোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
১৬ মিনিট আগে২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু
১৯ মিনিট আগে