Ajker Patrika

করোনায় একমাত্র ছেলেকে হারানোর পর সস্ত্রীক আক্রান্ত পটিয়ার মেয়র

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
করোনায় একমাত্র ছেলেকে হারানোর পর সস্ত্রীক আক্রান্ত পটিয়ার মেয়র

করোনায় একমাত্র ছেলের মৃত্যুর চার দিন পর এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আইয়ুব বাবুল। আজ শুক্রবার সকালে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। 

পটিয়ার পৌর মেয়র আইয়ুব বাবুল আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার সস্ত্রীক করোনা টেস্ট করিয়েছি। এতে আমি আর আমার স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। 

তিনি জানান, বর্তমানে পটিয়ার বাসাতেই তাঁদের চিকিৎসাধীন চলছে। হালকা কাশি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। 

তবে নিজের ও স্ত্রীর ডায়াবেটিস থাকায় আগামীকাল শনিবার চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হবেন বলেও জানিয়েছেন আইয়ুব বাবুল। 

মেয়রের স্ত্রী চাঁদ সুলতানা পটিয়া পৌর সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 

এর আগে গত সোমবার করোনা আক্রান্ত মেয়রের একমাত্র পুত্র সন্তান আতিক শাহরিয়ার মাহিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে বারোটার দিকে কুমিল্লার সড়ক পথে মৃত্যু হয়।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত