লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনের ইঞ্জিন থেকে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, চোর চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় যুবদল নেতা সোহরাব হোসেন।
১ ঘণ্টা আগেবরিশাল নগরীর ১৫টি হাটবাজার থেকে গতবারের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে। এতে সব কটি বাজারে অসন্তোষ দেখা দিয়েছে। বাড়তি খাজনার কারণে পণ্যের দামও বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ সড়কের গাইডওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগেদেশে পেঁয়াজের সবচেয়ে বড় সংগ্রহ হয় হালি পেঁয়াজ থেকে। এই পেঁয়াজের আবাদ হয় ডিসেম্বর-জানুয়ারিতে আর খেত থেকে তোলা হয় মার্চ-এপ্রিলে। সেই হিসেবে হালি পেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে