Ajker Patrika

চট্টগ্রামে পুকুর ভরাটের বিরুদ্ধে রাস্তায় পরিবেশবাদীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরের মোহরা এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম মহানগরের মোহরা এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগরের মোহরা এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন পরিবেশবাদীরা। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবাদী বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীর ৪ হাজার ৬৪১টি পুকুরের মধ্যে ২ হাজার ৩৯০টি পুকুর ভূমিদস্যুরা ভরাট করেছে। সম্প্রতি নতুন করে মোহরা এলাকায় জনগণের ব্যবহৃত পুকুর প্রশাসনের নাকের ডগায় ভরাট চলছে। কিন্তু দেখার কেউ নেই।

মাহফুজুর রহমান আরও বলেন, স্বাধীনতার পর থেকে শত শত পাহাড় কেটে, নদীনালা ভরাট করে চট্টগ্রামকে কংক্রিটের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে চট্টগ্রামের মানুষ মরবে অক্সিজেনের অভাবে।

সিডিএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলমদার বলেন, পুকুর ভরাট, নদীনালা দখল-দূষণের কারণে মায়ের গর্ভে থাকা শিশুটিও ক্যানসারে আক্রান্ত হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে। তাই নগরীর ৪১টি ওয়ার্ডে পুকুর ভরাটের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিবেশবাদী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।

‘নয়া কায়দায় ভরাট শতবর্ষী পুকুর’ শিরোনামে গত শুক্রবার দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পরিবেশবাদীরা আজ মানববন্ধন করেন।

সভাপতির বক্তব্যে বাপসার কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজু বলেন, স্থানীয় ভূমিদস্যু, প্রশাসন, মাফিয়া ও লুটেরা গোষ্ঠী প্রতিনিয়ত পুকুর ভরাট করেই চলছে। তাই অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা ছাড়া কর্ণফুলী, হালদা নদীসহ শহরের অধিকাংশ পুকুর, জলাশয়, গাছপালা সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপসার কেন্দ্রীয় সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সদস্য মাহবুবুর রহমান রানা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, আইএইচআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক জান্নাতুল নাঈয়ুম রিকু, মানবাধিকারকর্মী এস এম ফরিদ, পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা জলি, সিডিএফের সহসভাপতি এস এম ইমরান, নগর পরিবেশ সম্পাদক সাইফুল আলম খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত