বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।
এই ঘোষণার ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পর্যটকেরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত চিম্বুক, নীলগিরি প্রান্তিক লেকসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সেসব উপজেলা স্পটগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকেরা। তবে পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এর আগে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং। ফলে পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে থাকার কারণে তারা দ্রুত পর্যটন স্পটগুলোতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপতৎপরতার কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও ৪ উপজেলায় পর্যটক ভ্রমণের উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণে জেলার সব উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।
এই ঘোষণার ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পর্যটকেরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত চিম্বুক, নীলগিরি প্রান্তিক লেকসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সেসব উপজেলা স্পটগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকেরা। তবে পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এর আগে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং। ফলে পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে থাকার কারণে তারা দ্রুত পর্যটন স্পটগুলোতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপতৎপরতার কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও ৪ উপজেলায় পর্যটক ভ্রমণের উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণে জেলার সব উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
২ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
২ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
২ ঘণ্টা আগে