Ajker Patrika

সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৩৯
সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে গিয়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ফৌজদারহাট উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে এনবি স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপক মাজাহারুল ইসলাম জানান।

নিহত নিজাম উদ্দিন (৩৩) মিরসরাই উপজেলার বড়তাকিয়া পূর্ব খৈয়াছড়া এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী।

মাজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাতের কাজ শেষে আজ (মঙ্গলবার) সকালে স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন নিজাম উদ্দিন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ সব সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত