Ajker Patrika

নবীনগরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০০
নবীনগরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে নবীনগর-রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জবা রানী বিশ্বাস (৭)। সে শিবপুর গ্রামের সূর্য বিশ্বাসের মেয়ে। জবা রানী বিশ্বাস শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ বিদ্যানিকেতনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সকালে বাড়ি থেকে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর খাবার কিনতে দোকানে যাওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত