Ajker Patrika

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৬: ৩৯
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক

নোয়াখালী হাতিয়ার পূর্বদিকে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার উপজেলার ইসলামচরের কাছে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজের ১২ নাবিক সবাই নদীতে ভাসমান রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই জাহাজের নাবিকেরা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চাইলে হাতিয়া নৌ পুলিশ ও কোস্ট গার্ডকে সহযোগিতার জন্য বলা হয়। বেলা ২টার দিকে নলচিরা ঘাট থেকে কোস্ট গার্ড ও নৌ পুলিশের দুটি টিম উদ্ধার করার জন্য থেকে রওনা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছতে তাদের এক-দুই ঘণ্টা সময় লাগবে। 

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সাগর মোহনায়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের দিকে এগোচ্ছে। নদী খুবই উত্তাল রয়েছে। ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের সময় লাগবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকেরা সবাই ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসতেছে।’ 

এ বিষয়ে মোহাম্মদ ওহায়েদুল ইসলাম নামে জাহাজের মালিকপক্ষের একজন মোবাইল ফোনে জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আরও জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত