Ajker Patrika

চট্টগ্রামে প্রাইভেট কারে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০: ১২
চট্টগ্রামে প্রাইভেট কারে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ 

চট্টগ্রামের ছোটপুলে কিশোরীকে প্রাইভেট কারে তুলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিরন প্রকাশ মিরু (৩৬) ও মো. জমির (৩২)। তাঁরা দুজনেই পেশায় প্রাইভেট কারের চালক। 

এর আগে গত রোববার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ছোটপুল এলাকায় প্রাইভেট কারে তুলে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমরা অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে দুই আসামিকে গ্রেপ্তারে সক্ষম হই।’ তিনি আরও বলেন, একই এলাকায় থাকার সুবাদে আসামিদের সঙ্গে পূর্বপরিচয় ছিল ভিকটিমের পরিবারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত