Ajker Patrika

কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে অস্ত্র মজুতের অভিযোগ, গ্রেপ্তার ২ 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে অস্ত্র মজুতের অভিযোগ, গ্রেপ্তার ২ 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকা থেকে দেশি এলজি গুলি ও বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার চৌদ্দগ্রাম থানার সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের ফারুক আহাম্মেদের ছেলে মো. কামরুল হাসান রনি (৩১) এবং একই গ্রামের মো. হোসাইনের ছেলে মো. সালমান (২৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), নয় রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড শটগানের গুলিসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে বলে স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত