Ajker Patrika

চট্টগ্রামে চুরি যাওয়া মোবাইল-ল্যাপটপসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭: ২০
চট্টগ্রামে চুরি যাওয়া মোবাইল-ল্যাপটপসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামে কোতোয়ালিতে এক সপ্তাহ আগে দিনদুপুরে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের লালদীঘির পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ওই অফিস থেকে চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মুরাদনগর থানার মো. আরিফ (২২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাহাঙ্গীর আলম (৪০)। কোতোয়ালি থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, ৮ এপ্রিল কোতোয়ালি থানাধীন নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটে অবস্থিত সোর্সিং সলিউশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চুরির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিন প্রতিষ্ঠানটির মালিক মঈন উদ্দিন চৌধুরী মসজিদে নামাজ শেষে অফিসে ঢুকলে এই চুরির বিষয়ে টের পান। ওই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। 

মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, গ্রেপ্তার দুজন চট্টগ্রাম মহানগরী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিস ও বাসভবনে চুরির সঙ্গে জড়িত। এরা মূলত দিনের বেলায় সুযোগ বুঝে চুরি করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত