Ajker Patrika

কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামের সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা খতিজা বেগম (৩৭)। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল আজিজ বলেন, গতকাল রাত ১টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের মাজারপাড়ার আবদুল গফুরের ঘর ভেঙে ফেলে হাতি। সেখান থেকে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পাশের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি যায় হাতির দল। হাতি তাদের ঘরে তাণ্ডব চালালে প্রাণ বাঁচাতে ঘুমন্ত শিশুকে নিয়ে ওই গৃহবধূ পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর কোল থেকে শিশুটি পড়ে গেলে হাতির আক্রমণে শিশুটি মারা যায় এবং তার মা আহত হন।

প্রতিবেশী আবদুল আজিজ আরও বলেন, হাতির শুঁড়ের আঘাতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। এলাকাবাসীর সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত